ডাকসু নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদদীন হল সংসদ নির্বাচনে “অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক” পদে প্রতিদ্বন্ধিতা করছেন রাঙামাটির কাপ্তাইয়ের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এলাকার ছাত্র মো: তানজীম রহমান সাকিব। তাঁর পিতা মো: মাহাবুব রহমান কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কর্মরত আছেন। সাকিবের দাদা মরহুম শহীদ মো: ইউসুফ আলী ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।
সাকিব ঢাবির ২০২৩-২০২৪ সেশনের ইতিহাস বিভাগের ছাত্র। তিনি কবি জসিমউদদীন হলের ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সোমবার (২৫ আগস্ট) সকালে যোগাযোগ করা হলে তিনি এই প্রতিবেদককে বলেন, আমি ২০২১ সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি পাস করি এবং ২০২৩ সালে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই হতে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় এ ভর্তি হই। ছোট বেলা হতে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশকে ধারণ করে আসছি, তাই ছাত্রদলের প্যানেল হতে আমি কবি জসিমউদদীন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর মনোনীত প্যানেল থেকে হল সংসদ নির্বাচনে “অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক” পদে প্রতিদ্বন্ধিতা করছি।
খেলাধুলার শৃঙ্খলা, জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের শক্তিকে একত্রিত করে একজন সচেতন, শৃঙ্খলাবদ্ধ এবং দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠা হলো আমার স্বপ্ন। নির্বাচনে জিতলে ডাকসুতে কবি জসীমউদ্দীন হল সংসদে জায়গা করে নিতে পারলে শিক্ষার্থীদের অধিকার, স্বাস্থ্যসম্মত ও প্রতিযোগিতামুখী ক্রীড়া পরিবেশ নিশ্চিত করাই হবে আমার একমাত্র প্রতিশ্রুতি।
“খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, ঐক্য আর সুস্থতা— শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ক্রীড়া পরিবেশ নিশ্চিত করবো ইনশাআল্লাহ।” এছাড়াও “প্রতি মাসে শিক্ষার্থীদের জন্য বিশেষ টুর্নামেন্টের আয়োজন করব কবি জসীমউদ্দীন হলে এবং প্রতিযোগিতায় সেরা পাঁচ খেলোয়াড়কে বাছাই করে মাসিক বৃত্তি প্রদান করব। আমি সকলের দোয়া চাই।