শনিবার, মার্চ ২৫News That Matters

কাপ্তাইয়ে গাভী পালন বিষয়ক প্রশিক্ষণ শুরু

শেয়ার করুন:

পাহাড়ি গরুর জাত উন্নয়ন ও দুগ্ধবতী গাভী পালনের আধুনিক কৌশল বিষয়ক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সোমবার হতে কাপ্তাই উপজেলা বিআরডিবি মিলনায়তনে শুরু হয়েছে।

কাপ্তাই উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা প্রাণীসম্পদ অফিসের বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় এই প্রশিক্ষণে ২ টি ব্যাচে ৫০ জন খামারী অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে  উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন।

এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এনামুল হক হাজারী, উপজেলা ফ্যাসিলিটিটর ঝিমি চাকমা, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা চিং হ্লাউ মারমা উপস্থিত ছিলেন।
ইউজিডিপি প্রকল্পের উপজেলা ডেভেলেপম্যান্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা জানান, এ বছর সাতটি প্রশিক্ষণের মাধ্যমে প্রকল্পের সহায়তায় মোট ৪৩৫ জনকে প্রশিক্ষণ দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *