খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় দীঘিনালা জোনের সেনাবাহিনীর উদ্যোগে অসহায় তিন পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (২৫ জুন) দুপুরে দীঘিনালা জোন সদরে অসহায় ব্যক্তিদের মাঝে নগদ এাগারো হাজার টাকা অর্থ সহায়তা তুলে দেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট রুম্মন পারভেজ পিএসসি।
বোয়ালখালী ইউনিয়নের প্রদীপ বড়ুয়া জানান টাকার অভাবে আমার মৃত মায়ের সৎকার পরবর্তী আনুষ্ঠানিক কর্ম করতে পারিনি। জোন থেকে সহায়তা পেয়ে এখন সৎকার পরবর্তী আনুষ্ঠানিক কর্ম করতে পারবো।
নগদ অনুদান হাতে পেয়ে জহুরা বেগম বলেন, আমার ছেলে এইচএসসি পরীক্ষার্থী| ফরম পূরণ করতে পারছিনা। তাই জোন থেকে নগদ অনুদান পেয়ে ভালো লাগছে, ছেলের ফরম পূরণ করা যাবে।
উত্তর রশিক নগর এলাকার আমিরুল ইসলাম জানান, আমার ছেলে সোহেল রানার (৩) জন্ম থেকেই পায়ুপথ নেই।তাই তার পায়খানা করা খুব কষ্ট হচ্ছিলো। আর্থিক অভাবে চিকিৎসা করাতে পারছি না। জোন থেকে চিকিৎসা সহায়তা পেয়েছি, এখন উন্নত চিকিৎসা করাতে পারবো|
এ ব্যাপার দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুম্মন পারভেজ পিএসসি বলেন, দীঘিনালা জোন সব সময় দীঘিনালা উপজেলার ছিলো, আছে এবং ভবিষ্যতে পাশে থাকবে।