“নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ প্রতিপাদ্যে জুরাছড়িতে মিনা দিবস পালিত হয়েছে ।
শনিবার(২৪ অক্টোবর) উপজেলা শিক্ষা বিভাগের আয়োজনে পানছড়ি ভুবন জয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে র্যালি বের করে উপজেলা উপজেলা পরিষদের ফটকে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা প্রশাসনের ফটকে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া দিবসটি উপলক্ষে গল্প বলার আসর, বিশেষ ব্যক্তিত্ব কর্তৃক শিশুদের উদ্দেশ্যে প্রেরণামূলক বক্তব্য, পাপেট শো ও মাপেট শো, স্টল প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, যেমন খুশি তেমন সাজো ও মীনা-বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যদের মধ্যে সহকারি শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টটর মোঃমরশেদুল আলম, পানছড়ি ভুবন জয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যা নন্দ চাকমাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষকগন উপস্থিত ছিলেন।