রাঙামাটির বাঘাইছড়িতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হলো পুলিশের ওপেন হাউজ ডে। ‘পুলিশ জনতা, জনতাই পুলিশ’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাঘাইছড়ি কাঠ ও জ্যোত মালিক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির। এতে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জাবেদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের আলোচনায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, সীমান্ত চোরাচালান নিয়ন্ত্রণ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে যুব সমাজকে আরও সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় ওসি হুমায়ূন কবির বলেন, বাঘাইছড়ি থানা পুলিশ মাদক ও চোরাচালান ঠেকাতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সকলের সহযোগিতায় একটি সুন্দর, সুশৃঙ্খল ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।