মঙ্গলবার, মার্চ ২১News That Matters

বাঘাইছড়ি মডেল মসজিদে প্রথম জুমার নামাজ আদায়

শেয়ার করুন:

রাঙামাটির বাঘাইছড়ি মডেল মসজিদ ও ইসলামি সংস্কৃতিক কেন্দ্রে উৎসব মূখর পরিবেশে প্রথম বারের মতো নারী ও পুরুষ এক জামায়াতে নামাজ আদায় করেছেন।

প্রথম দিনে প্রায় ১৫০০ মুসুল্লি নামাজে অংশ গ্রহন করেন। শুক্রবার আযানের পরপরই এলাকার ধর্ম প্রাণ মুসল্লীরা মসজিদে ছুটে আসেন।

মসজিদে নামাজ আদায় করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, পৌর মেয়র জমির হোসেন এর সহধর্মিণী সহ স্থানীয় শতাধিক নারী মুসল্লীও।

নামাজ শেষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন বহুদিনের ইচ্ছে ছিলো মসজিদে জামায়াতে নামাজ আদায় করার আজ তা পূর্ণ হলো।

পরে সকল মুসুল্লিদের নিয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর জন্য মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করা হয়। মোনাজাত শেষে সকল মুসুল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *