” বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যান্য স্থানের মতো শনিবার (৫ নভেম্বর) রাঙামাটির কাপ্তাই পালিত হলো ৫১ তম জাতীয় সমবায় দিবস।
কাপ্তাই উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন এবং কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ।
স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগম।