রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরী চোলাই মদ সহ এক ব্যাক্তিকে আটক করেছে গত মঙ্গলবার (১২ মার্চ) রাতে। আটক ব্যাক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃতকে বুধবার রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
চন্দ্রঘোনা থানার ওসি আনছরুল করিম জানায়, গোপন সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনার দিন রাত প্রায় ৮টা ৪০ মিনিটের সময় থানাধীন বাঙ্গালহালিয়ার কাঁকড়াছড়ির বটতলা পাঁকা সড়ক এলাকায় অভিযান চালায়।
এসময় পাচারের অপেক্ষায় রাখা ৭৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ মংছো মারমা(৩৮), পিতা- মংসাংখই মারমা, সাং- কুদুমছড়া পাড়া, বাঙ্গালহালিয়া, চন্দ্রঘোনা, রাঙামাটি’কে আটক করা হয়। চোলাই মদ গুলি পাচারের অপেক্ষায় রাখা হয় বলে পুলিশ জানায়। আটক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃতকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্র জানায়।