কক্সবাজার-৩ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুরের ব্যানারে রাতের অন্ধকারে কাঁদা নিক্ষেপের ঘটনায় এলাকায় তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। গত সোমবার রাতের কোনো এক সময় ঈদগাঁও উপজেলার বার আউলিয়া বাজার এলাকায় ঘটে এই ন্যাক্কারজনক ঘটনা।
পরদিন স্থানীয়রা ব্যানারের ময়লাযুক্ত অবস্থা দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ঘটনা মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে, জামাত ও সচেতন নাগরিকরা এটিকে পরিকল্পিত ও কাপুরুষোচিত কর্মকাণ্ড হিসেবে নিন্দা জানান।
সাবেক ছাত্র নেতা লায়েক ইবনে ফাজেল বলেন, সাহস থাকলে সরাসরি বিরোধিতা করুন, রাতের অন্ধকারে চোরের মতো এ কাজ করা রাজনৈতিক সংস্কৃতির লাঞ্ছনা। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
স্থানীয় সচেতন মহল মনে করেন, নির্বাচনের আগে এমন কর্মকাণ্ড শুধুই প্রতিহিংসা নয়, বরং গণতান্ত্রিক পরিবেশের জন্যও হুমকি স্বরূপ। জনসমর্থনে আস্থাহীন হয়ে কি প্রতিপক্ষের প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে—এ প্রশ্ন নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। এই ঘটনা রাজনৈতিক বিতর্ককে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে এবং এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আলোচনার মাত্রা বাড়িয়েছে।