কাউখালীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০ টায় উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানাযায়, পোয়াপাড়া এলকার সুজন বড়ুয়ার ছেলে বিজয় বড়ুয়া বন্ধুদের নিয়ে ইছামতি নদীর কুপে গোসল করতে যায়। এসময় পানির শ্রোতে ১০ বছর বয়সী আরেক শিশু পানিতে তলিয়ে যায়।
বন্ধুকে বাঁচাতে ১৪ বছরের বিজয় পানিতে ঝাঁপিয়ে পড়ে বন্ধুকে উদ্ধার করলেও নিজেই হারিয়ে যায় ইছামত নদীর গভীর কুপে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কাউখালী ইউনিটের টিম লিডার মজিবুর রহমানের নেতৃত্বে ডুবুরী দল প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে বিজয় বড়ুয়াকে উদ্ধার করে কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাগর বড়ুয়া প্রাণপন চেষ্টা চালিয়ে তাঁকে বাঁচাতে চেষ্টা করেন। ততক্ষণে শিশু বিজয় বড়ুয়া নিস্তেজ হয়ে পড়ে।
ডাক্তার সাগর বড়ুয়া জানান, দীর্ঘ সময় গভীর পানিতে তলিয়ে থাকা শিশু বিজয় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছে। তবুও আমরা নিয়মতান্ত্রিক ভাবে সব চেষ্টা চালিয়েছি।
কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কাউখালী থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে পুলিশ।