কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুল ইসলামের দপ্তরের তথ্য সংগ্রহের মাধ্যমে দেশের অন্যান্য স্থানের মতো বুধবার থেকে কাউখালীতে অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। শুমারির ট্যাবে নিজ দপ্তরের বিভিন্ন তথ্য প্রদান করে কাউখালীতে অর্থনৈতিক শুমারি উদ্বোধন করে তিনি তথ্য সংগ্রহকারীদের শুমারি ম্যানুয়াল অনুসারে নির্ভুল ও ধৈর্য সহকারে তথ্য সংগ্রহ করার জন্য নির্দেশনা দেন। কোন প্রতিষ্ঠান ও অর্থনৈতিক খানা যাতে বাদ না পরে তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি শুমারির সফল বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শুমারি সমন্বয়কারী ও পরিসংখ্যান অফিসার মু.আমীর খসরু, জোনাল অফিসার মোঃ গোলাম মাওলা, তথ্যসংগ্রহ কারী জয় সাহা, মেহেদি হাসান, তৃনয় সাহা প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কাউখালী উপজেলায় অর্থনৈতিক শুমারির কার্যক্রমে ৩ জন জোনাল অফিসার, ৩জন আইটি সুপারভাইজার ও ১১ জন সুপারভাইজারের তদারকিতে ১১ থেকে ২৬ ডিসেম্বর ব্যাপী প্রায় ৩০০০ হাজার প্রতিষ্ঠান এবং ১৬০০ কৃষি বহির্ভূত অর্থনৈতিক খানা থেকে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ করা হবে।