শুক্রবার , ২৯ আগস্ট ২০২৫ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

৬ ট্যুরিস্টকে অপহরণের চেষ্টা খাগড়াছড়িতে ৪ অপহরণকারী আটক

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
আগস্ট ২৯, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ

বন্ধুদের সাথে নিয়ে ঘুরতে আসা ট্যুরিস্টকে অপহরণের ঘটনা ঘটেছে খাগড়াছড়িতে। এ ঘটনায় মাটিরাঙা সেনা জোন ৪ অপহরণকারীরা আটক করে। পরে শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেলে আটককৃতদের মাটিরাঙা থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।আটককৃতরা হচ্ছে-খাগড়াছড়ি জেলার দক্ষিণ গজ্ঞপাড়ার বজলুর রহমানের ছেলে আতাউর রহমান সুজন (২২), ইসলাম পুরের আবুল কালাম এর ছেলে দ্বীন ইসলাম পারভেজ (৩০),কলাবাগানের হোসেন আলীর ছেলে দেলোয়ার হোসেন (২৭), তেতুলতলার সুকুমার চাকমার ছেলে নুনা প্রীয় চাকমা (৩৬)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল জানান, সেনাবাহিনীর মাটিরাঙা জোন আটক করে ৪ ব্যাক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বিষয়টি পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

ট্যুরিস্টরা ঘুরতে এসে বুধবার রাতে উঠেন খাগড়াছড়ির জেলা সদরের মাউন্ট-ইন হোটেলে রাত্রীযাপন করেন। পর দিন বৃহস্পতিবার সকালে (ঢাকা মেট্রো- ঘ-১৩-৬৭৯৮) রাঙ্গামাটির উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তায় ৩ টি মোটরসাইকেল নিয়ে কয়েকজন লোক এসে গাড়ি থেকে ৩ জনকে তাদের মোটরসাইকেল এবং দু’জনকে সিএনজি করে রাঙ্গামাটি নিয়ে যায়।

এর মধ্যে অপহরণকারী খোরশেদ রাঙ্গামাটি নিয়ে যাওয়ার পর ঢাকা থেকে আসা ট্যুরিস্টদের কাছ থেকে ৫৫ হাজার টাকা আদায় করে নিজাম ও তারিককে ছেড়ে দেয়। অন্যদিকে সেলিমকে সাথে করে নিয়ে যায় অপহরণকারী। পরে খবর পেয়ে সেলিমকে রাঙ্গামাটি থানা পুলিশ উদ্ধার করে। সে বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

অন্যদিকে গাড়িতে থাকা বাকি ৩ জনকে গাড়িসহ ছেড়ে দিলে ঢাকার উদ্দেশ্যে চলে আসলে রাঙামাটি-ঢাকা রাস্তার মধ্যে কয়েকজন অপহরনকারী গাড়ি থামিয়ে ২ জনকে সাদা প্রাইভেটকারে করে খাগড়াছড়ি নিয়ে যায়। পরে অপহরনকারীদের খাগড়াছড়ি যাওয়ার পথে মাটিরাঙ্গা জোন চেকপোস্টে রাতেই আটক করে। আটক ৪ জন অপহরনকারীকে মাটিরাঙা জোন শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেলে মাটিরাঙা থানায় হস্তান্তর করে। অপহরণ কাণ্ডে জড়িতরা স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে জড়িত বলে জানা যায়।

অপহরণের শিকার ব্যাক্তিরা হচ্ছে- সিরাজগঞ্জ খুকসা বাড়ি গ্রামের বরকত আলীর ছেলে মুকাদ্দেস (৪০), সিরাজগঞ্জ জেলার পুরান বাঙ্গা বাড়ি গ্রামের মৃত কেরামত আলীর ছেলে সেলিম আহমেদ (৫০)। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো দু’জন। তারা হচ্ছে- সিরাজগঞ্জের বাহীরগুলা গ্রামের অনিক তালুকদার (৪০) ও একই গ্রামের মমিন (৩৬)। এদিকে ছেড়ে দেয়া হয়, ঘুরতে আসা টুরিস্ট-সিরাজগঞ্জ এর পুরান বাঙ্গা বাড়ির নিজাম (৩৫) ও ফেনীর তারেক (২৫) কে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: