ঘূর্ণিঝড় আশনির প্রভাবে সৃষ্ট দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামী ১২ মে রাষ্ট্রপতি আব্দুল হামিদের তিন দিনের রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্রমণ স্থগিত করা হয়েছে।
১০ মে মঙ্গলবার সন্ধায় রাষ্ট্রপতির প্রটোকল শাখার কর্মকর্তা মোঃ নবীরুল ইসলাম সাক্ষরিত এক বার্তায় বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে অবগত করা হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন।
এদিকে রাষ্ট্রপতির আগমন উপলক্ষে সাজেক পর্যটন এলাকাকে নবরূপে সাজিয়ে তুলে নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছিল।
কিন্তু ঘূর্ণিঝড় আশনির প্রভাবে দূর্যোগ পূর্ণ আবহাওয়ার কারণে সকল প্রস্তুতি শেষ করেও একেবারে শেষ সময়ে পোগ্রাম স্থগিত করা হল।
এতে সাজেকের স্থানীয় গ্রাম প্রধান হেডম্যান ও কারবারিসহ বসবাসকারী লুসাই সম্প্রদায়ের লোকজন খুবই হতাশ হয়েছেন।
সাজেক রুইলুই পাড়ার হেডম্যান লালথাংগা লুসাই বলেন মহামান্য রাষ্ট্রপতির আগমন স্থগিত হওয়ায় আমরা খুবই দুঃখ পেয়েছি। পরিবেশের উপর কারো হাত নেই আমরা আশাবাদী আবহাওয়া ঠিক হয়ে গেলে মহামান্য রাষ্ট্রপতি আমাদের মাঝে আসবেন।