ভারী বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটি শহর ও বাঘাইছড়ি উপজেলায় বেশ কিছু এলাকা নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এতে অন্তত দুই হাজার পানিবন্দি ও কয়েকটি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, ভারী বৃষ্টিপাতে হ্রদ তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। রাঙামাটি শহরের আসামবস্তি-রাঙ্গাপানি সড়কের একটি অংশে বুধবার সকালের দিকে পানিতে ডুবে গেছে। এছাড়া বুধবার সকাল ১০ টার দিকে কাচালং ও মাচালং নদীর পানি বাড়ায় বাঘাইছড়ি পৌর শহরসহ বাঘাইছড়ি উপজেলা সদরের মাস্টার পাড়া, মুসলিম ব্লক, হাজীপাড়া, এফব্লক, মাধ্যমপাড়া ও কলেজপাড়াসহ বেশ কিছু এলাকার নিম্নঅঞ্চল তলিয়ে যায়। এতে অন্তত দুই হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়ছেনে। এছাড়া উপজেলা সদর-বাবুপাড়া, উপজলো সদর- মাষ্টার পাড়া, বটতলী-উগলছড়ি, উপজেলা সদর-করেঙ্গাতলী ও উপজেলা সদর-দুরছড়ি সড়ক পানিতে তলিয়ে গেছে। ফলে এসব সড়কে যানবাহন যানচলাচল বন্ধ হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
বাঘাইছড়ি ইউএনও শিরিন আক্তার জানান, বাঘাইছড়ি উপজলো সদরে বেশ কিছু এলাকা নিম্নাঞ্চল প্লাাবিত হয়েছে। এতে কয়কে হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছেন। পাঁচটি সড়কে পানি উঠায় সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে। উপজলো প্রশাসন থেক ৫৫টি আশ্রয়কন্দ্রে খোলা হলেও এখনো আশ্রয় কেন্দ্রে যাননি। পানি বন্দি লোকজন আশ্রয় কেন্দ্রে যেতে শুরু করেছে।