রাঙামাটির নানিয়ারচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বগাছড়ি ওয়ার্ডের দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ফারুক হাওলাদার। তিনি বলেন, “গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে এবং দলকে আরও গতিশীল করার লক্ষ্যে স্বেচ্ছাসেবকদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।” সভায় সভাপতিত্ব করেন বুড়িঘাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সভাপতি রাহাদুল ইসলাম রাসেল।
এসময় নানিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কবৃন্দ ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও সভায় উপস্থিত ছিলো যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। বক্তারা বলেন, বর্তমান ডাকসু নির্বাচন আমাদের জন্য অশনি সংকেত দিয়েছে,জনগণের ভোটাধিকার হরণ রোধে রাজপথে দৃঢ় ভূমিকা রাখতে হবে। এজন্য তৃণমূলের নেতাকর্মীদের সুসংগঠিত হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।