কিশোর কিশোরীদের অভিভাবকবৃন্দের অংশগ্রহণে সামাজিক ও আচরণ বিষয়ক কর্মশালা সোমবার সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ এর সহযোগিতায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প কাপ্তাই উপজেলা শাখা এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়ন এর ১০০ জন অভিভাবক অংশ নেন।
কর্মশালায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, ইউনিসেফ কার্যালয়ের উন্নয়ন এর জন্য যোগাযোগ শাখার প্রধান নাইজেরিয়ান নাগরিক জনসন, ইউনিসেফ এর পুষ্টি বিশেষজ্ঞ আমেরিকান নাগরিক মায়াং সারি, স্বাস্থ্য বিশেষজ্ঞ শ্রীলংকার নাগরিক চন্দ্রসেগারার সলোমান, ইউনিসেফ এর উন্নয়নের জন্য যোগাযোগ শাখার বিশেষজ্ঞ তানিয়া সুলতানা, ইউনিসেফ রাঙামাটি কার্যালয়ের প্রোগাম অফিসার ইলা চৌধুরী, টেকসই সামাজিক সেবা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নীলুফা নাজনীন, রাঙামাটি জেলা প্রকল্প ব্যবস্থাপক মনজু মনস ত্রিপুরা, কাপ্তাই উপজেলা টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মৃদুল চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ ইউনিসেফ এবং টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তাগণ বলেন, কিশোর কিশোরীদের বয়ঃসন্ধিকালে তাদের মানসিক বিকাশে সবসময় পাশে থাকেন মায়েরা।
তাই এ সময়টুকু বিশেষ করে মা’ দের পাশে থাকতে হবে। বক্তারা আরোও বলেন, এই কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে অভিভাবকরা কিশোর কিশোরীদের বেড়ে উঠার পেছনে সহায়ক ভূমিকা পালন করবেন।
এর আগে ইউনিসেফ এর প্রতিনিধি দল কাপ্তাই উপজেলার সাপছড়ি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম পরিদর্শন করে।