মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর
জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিল, প্রার্থনা, আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান,পুরস্কার বিতরনসহ নানা আয়োজনে ‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গিকার সকল শিশুর সমান অধিকার।’ এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটির নানিয়ারচরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্প্রতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন হতে আনন্দমূখর একটি শোভাযাত্রা শুরু করে নানিয়ারচর সদর বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষের মাঠে এসে মিলিত হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ- ফজলুর রহমান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিল উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা,ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর থানার (ওসি তদন্ত) রফিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ- নূয়েন খীসা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূইয়াসহ স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা।