ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু শিক্ষার্থী হতাহত হওয়ার ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামি, কাপ্তাই উপজেলা শাখা। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় কাপ্তাই নতুনবাজার মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দ্রঘোনা আদর্শ শাখার সভাপতি শাহাদাত হোসেন এর পরিচালনায় কাপ্তাই উপজেলার আমীর হারুনর রশিদ এর সভাপতিত্বে এসময় দোয়া পরিচালনা করেন কাপ্তাই নতুন বাজার জামে মসজিদের হাফেজ মোহাম্মদ ইব্রাহিম।
এসময় বক্তারা বলেন, এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সেজন্য সংশ্লিষ্টদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।