‘নতুন চিন্তা, নতুন দিশা-বিজ্ঞানে গড়া আগামীর আশা’ – এই স্লোগানকে সামনে রেখে লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হলো লেকার্স আন্তঃস্কুল বিজ্ঞান মেলা-২০২৫। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মেজর মহাসিন কবির, পিএসসি মহোদয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা এবং অংশগ্রহণকারী খুদে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
মেলায় তিনটি গ্রুপের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে:
ক – গ্রুপ (৩য় থেকে ৫ম শ্রেণি)
খ – গ্রুপ (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি)
গ – গ্রুপ (৯ম শ্রেণি)
বিজ্ঞান মেলায় লেকার্সের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তার দ্বারা সৃষ্ট সৃজনশীল প্রকল্প উপস্থাপন করে। সভাপতি মহোদয় শিক্ষার্থীদের প্রতিটি প্রকল্প পরিদর্শন করেন এবং তাদের কাজের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকের পাশাপাশি শিল্প-সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞানচর্চা সহ বিভিন্ন সৃজনশীলমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে অনুপ্রাণিত করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।