তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে প্রথম চালু হলো সাইবার ক্রাইম মনিটরিং সেল।
বৃহস্পতিবার( ০২ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সাইবার ক্রাইম মনিটরিং সেলের বিশেষায়িত অফিস উদ্বোধন করেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (এসএএফ) সাইকুল আহম্মেদ ভূঁইয়া, কোতোয়ালী থানার ওসি আরিফুল আমিন, সাইবার ক্রাইম মনিটরিং সেলের ইনচার্জ মাসুদ রানা সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এবিষয়ে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, এই সাইবার ক্রাইম সেলের মাধ্যমে আমরা রাঙামাটি পার্বত্য জেলার সকল নাগরিকরা যে কেউ যদি সাইবার ক্রাইম সংক্রান্ত অপরাধের ভিকটিম হয় সে ক্ষেত্রে আমরা সুরক্ষা দিতে চাই। বর্তমানে এখন অনেকে বিভিন্ন ভাবে সাইবার ক্রাইমে শিকার হয়ে থাকে।
আমাদের এই সেলটি সার্বক্ষণিকভাবে চালু থাকবে সম্মানিত নাগরিকরা যে কেউ যদি কোন ধরণের সাইবার সংক্রান্ত অপরাধে শিকার হয়ে থাকলে আমাদের সহযোগিতা নিলে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। এছাড়া আমাদের সাথে অনলাইন যোগাযোগের জন্য একটা পেইজ, হটলাইন নাম্বার ও মেইলের মাধ্যমে তথ্য গুলো পাঠিয়ে নাগরিকরা আমাদের সেবাটা গ্রহণ করতে পারবে।

















