জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর এর শাখা আসর রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর উদ্যোগে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এর সহযোগিতায় ১ শত ৩০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় কেপিএম ব্রিকফিল্ডস্থ সংগঠনের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন কর্ণফুলি পেপার মিল (কেপিএম) লিমিটেডের এমডি মোহাম্মদ শহীদ উল্লাহ।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম মিলন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, কেপিএম এর মহাব্যবস্থাপক (বানিজ্যিক) এস এম আবদুল্লা আল মামুন, মহাব্যবস্থাপক (অপারেশন) মো: মইদুল ইসলাম, মহাব্যবস্থাপক (কারিগরি) আবুল কাসেম রনি, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লা আল মাহমুদ, মহাব্যবস্থাপক (বন) আলী আহমদ উপস্থিত ছিলেন।
চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এর সঞ্চালনায় এসময় সংগঠনের সহ সভাপতি জাকির হোসেন, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, যুগ্ম সম্পাদক নাট্যজন আনিছুর রহমান, চম্পাকুঁড়ি খেলাঘর আসর এর যুগ্ম সম্পাদক অর্নব মল্লিক সহ খেলাঘর আসর এর সদস্যরা উপস্থিত ছিলেন।