মানবিকতা, সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতার ব্রত নিয়ে কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রা শুরু করল সামসুল আলম মানবিক ফাউন্ডেশন। একটি নতুন সকাল, একটি নতুন প্রতিশ্রুতি—এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে সংস্থাটি মানবসেবার এক নতুন দিগন্তে পা রেখেছে।
ফাউন্ডেশনটির লক্ষ্য ও আদর্শ—দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দুর্যোগে বিপর্যস্ত পরিবারে সহায়তা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য, শিক্ষা ও ক্রীড়ায় সার্বিক উন্নয়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।
প্রবাসে অবস্থান করেও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে মানবতার সেতুবন্ধন তৈরি করতে চান এই সংগঠনের উদ্যোক্তারা। তাঁদের স্বপ্ন, একটি সমাজ—যেখানে সহানুভূতি হবে শক্তি, ভালোবাসা হবে একমাত্র ভাষা।
সামসুল আলম মানবিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানায়,এই মানবিক যাত্রা সফল করতে দরকার আপনাদের সক্রিয় সহযোগিতা, দোয়া ও ভালোবাসা। মানবতার পথ হোক আমাদের সম্মিলিত অগ্রযাত্রা। ফাউন্ডেশনটি মনে করে, প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণই পারে একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে মূল চালিকা শক্তি। তেমনি সামসুল আলম মানবিক ফাউন্ডেশন একটি মানবিক পৃথিবীর স্বপ্ন।