বুধবার , ১৬ এপ্রিল ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পছন্দের মানুষ বেছে নিতে জলকেলিতে মাতল মারমা তরুণ-তরুণীরা

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
এপ্রিল ১৬, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ

নানা আয়োজনের মধ্য দিয়ে রাঙামাটির রাজস্থলী উপজেলা সাংগ্রাইং উৎসবের মৈত্রী পানিবর্ষণ অনুষ্ঠিত হলো। এই জলকেলি উৎসবে হাজারো মানুষের উপস্থিতিতে উদ্‌যাপিত হলো মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই, যা জলকেলি উৎসব নামেও পরিচিত।

সাংগ্রাই জলোৎসবের মধ্যে দিয়ে আজ বুধবার (১৬ এপ্রিল) শেষ হলো পাহাড়ের প্রধান অনুষ্ঠান সাংগ্রাই মহা উৎসব। এদিন জলকেলিতে মেতে উঠে মারমা জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা। একে অপরের গায়ে পানি নিক্ষেপের মাধ্যমে পুরোনো বছরের সব জীর্ণতাগ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে বরণ করে নেওয়ার এই রীতিকে সাংগ্রাই জলোৎসব বলা হয়। মারমা সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের লক্ষ্যে প্রতি বছর এই আয়োজন করা হয়।

একে জলকেলি বা জল উৎসবও বলা হয়। নানা বয়সের কয়েক হাজার মানুষ এই পানিবর্ষণে অংশ নেন। মাঠে দুই সারিতে মুখোমুখি দাঁড়িয়ে একদল তরুণ-তরুণী পরস্পরের দিকে পানি ছিটান। পরে বাকি সবাইও তাতে যোগ দেন। পানির বোতল কিংবা ওয়াটার গান—হাতের কাছে যা পান, তা দিয়েই ভেজান একে অপরকে। শহরজুড়ে চলেছে পানি খেলা। শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী এমনকি বয়স্ক মানুষেরাও একে অপরের গায়ে পানি ছিটিয়ে নতুন বছরকে বরণ করে নেন। আনন্দ-উদ্দীপনা আর সাংস্কৃতিক বৈচিত্র্যে বর্ণিল হয়ে ওঠে।

পাহাড়ের ১৪টি ভিন্ন ভাষাবাসীর জনগুষ্টির মানুষ পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণের মাধ্যমে তাদের সামাজিক উৎসব বিজু, বিষু, বিহু, বৈসু, সাংগ্রাই, সাংক্রাণ ও পাতা পালন করে। প্রত্যেক জনগোষ্ঠীর আলাদা আলাদা নামে উদযাপিত এই অনুষ্ঠানকে এক্ষেত্রে বৈসাবি হিসেবে ডাকা হয়। যার মাধ্যমে সব জনগোষ্ঠীর ঐক্যের প্রমাণ পাওয়া যায়। গত ১৪ এপ্রিল থেকে পাঁচ দিনব্যাপী বৈসাবি উৎসবের মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন সংগঠনের নানান বর্ণিল আয়োজন এবং বাড়িতে বাড়িতে আতিথ্য গ্রহণ শেষে আজ মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই জলোৎসবের মাধ্যমে শেষ হয়েছে এই বছরের বৈসাবির আনুষ্ঠিকতা।

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া  উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) আয়োজনে জলোৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে মারমা জনগোষ্ঠী জলোৎসবে অংশ নেয়। দুই পাশে পানিভর্তি ড্রামের পাশে তরুণ-তরুণীরা সারিবদ্ধভাবে দাঁড়ায়। বাঁশি বাজানোর পরপরই শুরু হয় একে-অপরের গায়ে পানি নিক্ষেপ। পানি নিক্ষেপের ফলে অতীতের সব গ্লানি-দুঃখ-হতাশাকে বিদায় জানিয়ে সুন্দর পরিশুদ্ধ হৃদয়ে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এ সময় বিভিন্ন জনগোষ্ঠীর বর্ণিল সাংস্কৃতিক উপস্থাপনা পরিবেশন করা হয়। এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তরুণ-তরুণীরা।

অনুষ্ঠানের শুরুতে ধর্মীয় প্রার্থনা ও মঙ্গলাচরণ শেষে কেক কেটে ও মারমা সম্প্রদায়ের মং বাজিয়ে জলকেলি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কাপ্তাই জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম মাহমুদুল হাসান সোহান। এসময় মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর সভাপতি বাবু মংসুইপ্রু মারমা’র সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন

সভাপতিত্ব করেন মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) এর সভাপতি বাবু মংসুইপ্রু মারমা। এসময় লেঃ কর্ণেল মাহাতাব খান পিএসসি ডেট কমান্ডার, শাখা এ.এস.ইউ, রাঙ্গামাটি,লেঃ কর্ণেল কাওসার মেহেদী সিগন্যালস্ জোন কমান্ডার, ওয়াগ্‌গাছড়া জোন,লেঃ কর্ণেল মুহাম্মদ জুনাঈদ উদ্দীন শাহ চৌধুরী এসইউপি, পিএসসি, জোন কমান্ডার, রাঙ্গামাটি জোন,লেঃ কর্ণেল এসএম মাহমুদুল হাসান সোহাগ পিএসসি জোন কমান্ডার, কাপ্তাই জোন, মেজর মোঃ আসফিকুর রহমান জিএসও-২ (ইন্ট) রাঙ্গামাটি রিজিয়ন, রাঙ্গামাটি পার্বত্য জেলা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, নাইউ মারমা সদস্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, ক্যসুইথুই চৌধুরী হেডম্যান  ৩২০নং কাকরাছড়ি মৌজা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগ্রই জল উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, ও মাসস এর সদস্য সচিব উবাসিং মারমা ।

আলোচনা সভা শেষে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মং বাজিয়ে জল উৎসব উদ্বোধন করেন অতিথিরা। পরে অতিথিরা জল ছিটিয়ে সাংগ্রাই জল উৎসবের উদ্বোধন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রামের সকল জাতিকে জনসংখ্যা অনুপাতে কোটা দেওয়ার দাবি পিসিসিপি’র

কাউখালিতে ইউএনডিপির এলভিএমএফ’র প্রশিক্ষণ সম্পন্ন

বাঘাইছড়িতে সেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়নে কর্মশালা

বরকল উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুন

রামগড়ে ৫ করাতকলে অভিযান ও জরিমানা

মানিকছড়ির থলিপাড়ায় সাংগ্রাই উপলক্ষে জলকেলি উৎসব ও শিক্ষা সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা রেফায়েতের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কাপ্তাই বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ 

বিলাইছড়িতে কার্বারী নেটওয়ার্ক এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: