রাঙামাটির কাপ্তাই হ্রদে অবৈধভাবে মৎস্য আহরণকালীন সময়ে জব্দকৃত নৌকা ও জাল নিলামে বিক্রয় করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কাপ্তাই উপকেন্দ্র জব্দকৃত মালামাল এর নিলাম কার্যক্রম করেন। প্রতি বছর মে হতে জুলাই মাস পর্যন্ত কাপ্তাই হ্রদে মৎস্য প্রজননের জন্য সকল ধরনের মাছ শিকার, আহরণ ও বিক্রয় নিষেধাজ্ঞা করেন জেলা প্রশাসন। তবে এইবছর কাপ্তাই লেকে পানি কম থাকায় আগস্ট মাসের ১৫ তারিখ পর্যন্ত কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধ রেখেছেন রাঙামাটি জেলা প্রশাসন।
এই বন্ধকালিন সময়ে কিছু অসাধু মৎস্য শিকারি হ্রদে অবৈধভাবে মাছ শিকার করেন। অবৈধ মাছ শিকারের সময় কাপ্তাই বিএফডিসি বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ১৯টি নৌকা,১টি ইঞ্জিন বোট,৩টি মাছ ধরার বড়শি ও ২হাজার মিটার জাল জব্দ করে। এবং জব্দকৃত মালামাল নিলামে ১লাখ ১০হাজার ৯৯২টাকা বিক্রয় করা হয়।এসময় রাঙামাটির বিএফডিসি ব্যবস্থাপক লেঃ কমান্ডার তৌহিদুল ইসলাম,কাপ্তাই উপকেন্দ্র প্রধান মো.মাসুদ আলম ও নৌ পুলিশ উপ পরিদর্শক মো.আশরাফুল উপস্থিত ছিলেন। কাপ্তাই বিএফডিসি উপকেন্দ্র প্রধান মাসুদ আলম জানান, তিনমাস নিষেধাজ্ঞা কালীন অবৈধ ভাবে মাছ শিকার করার দায়ে জব্দকৃত মালামাল প্রকাশ্য নিলামে বিক্রয় করা হয়।