রাঙামাটির কাপ্তাইয়ে রাঙামাটি জেলা পরিষদ এর “অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের মেয়েশিশু ও নারীর ক্ষমতায়ন” প্রকল্পের উদ্যোগে সোমবার (২৩ ডিসেম্বর) সাড়ে ১২ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে “প্রকল্প অবহিতকরণ কর্মশালা” অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য এর সভাপতিত্বে এডুকেশন ফ্যাসিলিটেটর মংসিংউ মারমার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।
কর্মশালার শুরুতেই প্রকল্প বিষয়ে তথ্য চিত্র উপস্থাপন করেন প্রকল্পের মনিটরিং এন্ড রিপোটিং অফিসার ত্রপা চাকমা।
এসময় উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা, প্রকল্পের ফিন্যান্স এন্ড এডমিন অফিসার বিকল্প চাকমা, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি, প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা এবং স্টেক হোল্ডারগণ উপস্থিত ছিলেন।