ইংরেজি নববর্ষকে বরণ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের আয়োজনে বুধবার (১ জানুয়ারি) বিকেলে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় শিশু হতে বয়স্ক ব্যক্তিদের চকলেট দৌড়, বিস্কুট দৌড়, বস্তা দৌড়, হাড়িভাঙা, দড়ি টানাটানি, বালিশ বদল সহ বিভিন্ন আইটেমে মন্ডলীর সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন। ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা.প্রবীর খিয়াং।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক জিসান বিন মাজেদ। এসময় তিনি বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ড মননকে প্রসারিত করে। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল, সৎ ও মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার গুণগুলো খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে অর্জন করা যায়।
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা’র সভাপতিত্বে চার্চের সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) স্বরুপ মুহুরী, হাসপাতালের পরিচালক এবং অনুষ্ঠানের উদ্বোধক ডা: প্রবীর খিয়াং, মহিলা সমিতির সভানেত্রী মাসাংপ্রু খিয়াং, চার্চের পালক স্টিফেন জে মিত্র। এসময় মন্ডলির সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।