বান্দরবান রুমা উপজেলায় ৪নং গ্যালেঙ্গা ইউনিয়নের যথুরাম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সত্যতা প্রমাণিত হাওয়ায় সরকারি চাকুরি হতে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রুমা উপজেলায় গালেঙ্গ্যা ইউনিয়নের যথুরাম পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উসা চিং মার্মা বিরুদ্ধে বিদ্যালয়ের নিয়মিত অনুপস্থিতি ও অনিয়মের বিষয়টি বেনামে দুর্নীতি কমিশনের কাছে অভিযোগ করা হয়। দুর্নীতি কমিশন হতে প্রাপ্ত তদন্তে সত্যতা পাওয়ায় বান্দরবান জেলা পরিষদ অনুমোদনক্রমে সরকারী চাকুরী হতে সাময়িক বরখাস্ত করা হয়।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অনুমোদনক্রমে উসাচিং মার্মা কে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সফিউল আলম।
গত ১৫ নভেম্বর (মঙ্গলবার) এই সাময়িক বরখাস্ত আদেশ পত্রে স্বাক্ষর করেন।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সফিউল আলম সাংবাদিকদের বলেন, সাময়িক বরখাস্ত অবস্থায় কর্মস্থলের আশেপাশে অবস্থান করা বাধ্যতামুলক। যদি কোন ক্রমে অবস্থান না করে থাকে সেটাও অনিয়ম হিসেবে গণ্য করা হবে।
তিনি আরও জানান সাময়িক বরখাস্তকৃত শিক্ষক মূল বেতন বাদ দিয়ে অন্যান্য সুযোগ সুবিধা ভাতা গ্রহন করতে পারবেন। এটা বরখাস্তকালিন প্রচলিত বিধি বিধানের নিয়ম। এটাকে খোরগোষ ভাতাও বলা হয় বলেন জেলা শিক্ষা কর্মকর্তা সফিল আলম।
এব্যাপারে বরখাস্তকৃত সহকারী শিক্ষক উসা চিং মার্মা সাংবাদিকদের বলেন আমার বিরোদ্ধে ষড়যন্ত্রমূলক ও অন্যায়ভাবে আমাকে বরখাস্ত করা হয়েছে। এ আদেশের বিরুদ্ধে নিয়মের মোতাবেগ মেনে যথা সময়ে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়ের নিকট আপীল করবেন।