খাগড়াছড়ি রিজিয়ন বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদকে শিক্ষা সহায়ক সামগ্রী (কম্পিউটার ও প্রিন্টার) উপহার হিসেবে প্রদান করেছে।
বৃহস্পতিবার দুপুরে এ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, এসজিপি, রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি রিজিয়ন। এছাড়াও মেজর মো: ইমরোজ মুনীর, পিএসসি, বিএম, ২০৩ পদাতিক ব্রিগেড, মেজর মো: জাহিদ হাসান, ওএসপি, জিএসও-২ (ইন্ট), ২০৩ পদাতিক ব্রিগেড এবং মারমা ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ০২জন সদস্য উপস্থিত ছিলেন।
শিক্ষার গুরুত্ব বিবেচনা করে পিছিয়ে পড়া মারমা সম্প্রদায়ের জন্য আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ার লক্ষে খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক কম্পিউটার ও অন্যান্য সামগ্রী প্রদান করা হয়।
এছাড়াও শিক্ষা সহায়ক সামগ্রী কম্পিউটার ও প্রিন্টার প্রদানের পাশাপাশি মারমা সম্প্রদায়ের ৭৯টি পাড়া ভিত্তিক পাঠাগার/লাইব্রেরীর বই প্রদানের মাধ্যমে এ সম্প্রদায়কে এগিয়ে নিয়ে আসার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে রিজিয়ন কমান্ডার ব্যক্ত করেন