খাগড়াছড়ির দীঘিনালায় “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫” উপলক্ষে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দীঘিনালা বড়াদম উচ্চ বিদ্যালয় মাঠে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর ব্যবস্থাপনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাবুছড়া ব্যাটালিয়নের ৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম রেজাউর রহমান। এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার অমিত কুমার সাহা, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা, বড়াদম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় চন্দ্র চাকমা, ৪নং দীঘিনালা ও ৫নং বাবুছড়া ইউনিয়নের চেয়ারম্যানগণ, স্থানীয় হেডম্যান ও কারবারিসহ, শিক্ষক, অভিভাবক এবং স্কুল শিক্ষার্থীসহ সাংবাদিক উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদকের অপব্যবহার, এর ক্ষতিকর প্রভাব ও সমাজে এর কুপ্রভাব সম্পর্কে বিশদ আলোচনা করেন। তাঁরা মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।