বুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

গাছবাহী ট্রাকে ওভারলোড, কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে আহত ৩

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ১:০১ অপরাহ্ণ

 

ওভারলোডের কারনে এ সড়ক দুর্ঘটনায় রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রেডিও স্টেশনের সামনে ট্রাক – কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে।

বুধবার সকালে রাঙামাটি শহরের রেডিও স্টেশনের সামনে মুখোমুখি এ সংঘর্ষ সংগঠিত হয়। এতে ট্রাক ও কাভার ভ্যানের তিন গুরুতর আহত হয়েছে। আহতদের তাৎক্ষণিক ভাবে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- ট্রাকের চালক মোঃ রিয়াজ (২৯), কাভারভ্যানের চালক আক্তার হোসেন (২৯) ও কাঠের চালানদার মোঃ জসিম উদ্দিন (৩২)।

স্থানীয় লোকজন ও পুলিশ জানান, সকালের দিকে রেডিও স্টেশনের সামনে ট্রাক ও একটি কাভার ভ্যান মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন ও পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া গাছের ট্রাকটি ওভারলোড অবস্থায় পাহাড় বেয়ে উঠতে গিয়ে ব্রেকফেল করে কাভার ভ্যানের উপর গিয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক ভর্তি সেগুন কাঁঠ ওভারলোড করায় প্রায় সময় এধরনের সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত নুরে আলম জানান, শহরের রেডিও স্টেশন এলাকায় কাঁঠ ভর্তি ট্রাক ও কাভার ভ্যান মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতরা সবাই সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে পুলিশ মামলা দায়ের করেছে।

রাঙামাটি -চট্টগ্রাম সড়কে অপর একটি সড়ক দুর্ঘটনা ঘটে কাউখালী উপজেলার ঘাগড়ায়। অটোরিকশা সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ৬জন আহত হয়েছে। আহতরা হলেন- আলী হায়দার (১৭) বাড়ি রাঙামাটির তবলছড়ি, মিসকাত(১৮) রাঙামাটির তবলছড়ি, মোঃ রাকিব(১৯) রাঙামাটি তবলছড়ি, আতিকুল ইসলাম (৩২) রাঙামাটি পুলিশ লাইন, আক্কাস (২৭) বাঁশখালী,চট্টগ্রাম, শাহ আমানত (১৭) রাঙামাটি স্বর্ণটিলা এবং মারুফ(১৯) মসজিদ কলোনী,তবলছড়ি, রাঙামাটি।

রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও) ডাক্তার শওকত আকবর জানান,দু’টি পৃথক সড়ক দুর্ঘটনায় প্রায় ৯/১০ আহত হয়েছে। তাদের মধ্যে ট্রাক ও ভ্যান দুর্ঘটনায় আহত তিনজন চিকিৎসাধীন অবস্থায় আছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

%d bloggers like this: