বিশ্ব পর্যটক দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদারের সভাপতিত্বে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ মূখ্য নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, পর্যটন হলিড কমপ্লেক্স পর্যটন করপোরেশনের আহবায়ক হাবিব আজম, দেব প্রসাদ দেওয়ান, বৈশালী চাকমা, নাইউপ্রু মারমা, প্রতুল চন্দ্র দেওয়ান, দয়াল দাশ ও সাগরিকা রোয়াজা। এছাড়াও পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরা।
চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, এবার ঝাঁকজমকভাবে দিবসটি পালিত হবে। এব্যাপারে আগে বাগে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সবাইকে সাথে নিয়ে এবারে পর্যটন দিবস পালন করা হবে। পর্যটন খ্যাতকে আরো বেগবান করা হবে। জেলা পরিষদ মূখ্য নির্বাহী রেজাউল করিম বলেন, এবার পর্যটন দিবস উপলক্ষে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যটনের সাথে সম্পিক্ত সকল স্টেক হোল্ডারদের সাথে নিয়ে পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে।