অতীত ফেলে ভবিষ্যত সোনালী দিনের জন্য তারা আলদা হয়েছিলো ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ-১৫-এর সবাই। তবে আলাদা হয়নি তাদের হৃদয়ের টান, দেখা হয় চলার পথে কতটুকু বা আর কথা হয় জীবন নিয়ে। ব্যস্ততার মাঝে সোনালী ভবিষ্যত ভেবে পার করে দিচ্ছে যৌবনের সুন্দর দিনগুলো। তাইতো যৌবন-জীবনের গল্প গুলো বিদ্যালয়ের আঙ্গিনায় আবার আলোচনায় তুলতে সবাই ইচ্ছের আয়োজন হলো ব্যাচ-১৫ ইফতার ২০২২।
৩০ এর্প্রিল ২৮ রোযায় শনিবার ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে খোলা আকাশের নিচে আয়োজন করা হয় ইফতার। ইফতার শেষে কাচ্চির আয়োজন খাবার পর মুগ্ধকরা সন্ধার মাঝে বিদায় নিতে ক্ষনিকের জন্য। তবে একটা টান নিয়ে সবার ফিরতে হয় বাসায়। আবার কি হবে আগামীর দিনগুলোতে? দেখা হবে সব প্রিয়দের?
মজার গল্পটি হলো ব্যাচ-১৫-এর গেট টুগেদার আয়োজনের পুরো পরিকল্পনা হয় ঢাকা বসুন্ধরা সিটি থেকে। যার মূল পরিকল্পনা করেন শাহরিয়ার রহমান(সাগর) মুনসুর, দিদার আলম। যেমন ইচ্ছে তেমনই ইফতার আয়োজন করে বসে ব্যাচ-১৫-এর বন্ধুরা।
এ-পথ চলার সু-দীর্ঘ ৭ বছর পর ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের মাঠে ইফতার আয়োজন করতে পেরে এসএসসি ব্যাচ-১৫ শিক্ষার্থী’রা আনন্দিত। এসময় ইফতার মাহফিলে বন্ধুদের কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরছে, কেউ আবার আবেগাপ্লুত। কেউ বা মিলাচ্ছে জীবনের হিসাব। কেউ বা পরিকল্পনায় আছে আবার যাবো কোথায়? জীবন কি শুধুই আলাদা হবার?
এসময় ইফতার মাহফিলে ব্যাচ-১৫ শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন, ইউনুছ, মুনছুর, কাউছার, সাগর, শরিফ, আকরাম, দ্বীনইসলাম, সাকিল, নবি, সাইদুল, ছিদ্দিকুর, আক্তার, দিদার, ইব্রাহিম, বাবু , আরিফুল, শরিফুল, মারুফ, জাফর, জাহাঙ্গীর, রাছেল, তারিফ, আরেফিন, মিজানুর রহমান, পুষ্পন কান্তি ধর প্রমুখ্যা।