বাঘাইছড়ি উপজেলার ৫টি দূর্গোৎসব মন্ডপে যথাযোগ্য মর্যাদায় পূজা-অর্চনা ও মায়ের পুষ্পান্জলী গ্ৰহন, আরতি, চন্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে বিজয়া দশমী পালিত হয়েছে। তৎমধ্যে পৌরসভাস্থ শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন, অর্থ সহায়তা প্রদান ও উপহার সামগ্রী বিতরণ করেছেন বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির নেতাবৃন্দরা।
গতকাল ১২ অক্টোবর রাতে শতাধিক দলীয় নেতাকর্মী নিয়ে পূজা মন্ডপে তাঁরা সুশৃঙ্খলভাবে এই পরিদর্শন, উপহার সামগ্রী বিতরণ ও অর্থ সহায়তা প্রদান সহ শুভেচ্ছা বক্তব্যে সকলকে শারদীয় শুভেচ্ছা জানান এবং সকল সম্প্রদায়ের সম্প্রিতি কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাবেদুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাধারন সম্পাদক রহমত উল্লাহ খাঁজা উপস্থিত ছিলেন। এসময় যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল, তাতীদল সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ ইশতিয়াক আহমেদ, মন্দির ও দূর্গোৎসব কমিটির পুরোহিত জুয়েল চক্রবর্তী, তন্ত্রধারী খোকন চক্রবর্তী, নেতৃবৃন্দ যথাক্রমে ত্রিদিব দেব, ধীজেন্দ্র দেবনাথ, সজল দে, জীবন সরকার, সুমন ধর ও তীর্থ দে সহ কমিটির সদস্যগন ও অসংখ্য ভক্তমন্ডলী উপস্থিত ছিলেন।
১৩ অক্টোবর নদীপথে কান্ট্রিবোট শোভাযাত্রাসহ কাচালং নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দূর্গোৎসবের সমাপ্তি ঘটানো হবে।