পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম(এসইডিপি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০ টায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে। জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম(এসইডিপি) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার তুলে দেন খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের ‘সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)’ এর আওতায় আয়োজিত এই অনুষ্ঠান শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার বার্তা হয়ে এসেছে। দুই ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষার্থীদের নিজস্ব ব্যাংক একাউন্টে পাঠানো হয় সম্মানজনক এই আর্থিক পুরস্কার।
মাধ্যমিক পর্যায়ে ১৩ জন শিক্ষার্থী পেয়েছেন জন প্রতি ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে ১৯ জন পেয়েছেন জন প্রতি ২৫ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৭৫ হাজার টাকা। সব মিলিয়ে ৬ লক্ষ ৫ হাজার টাকার এই অনুদান সরাসরি শিক্ষার্থীদের একাউন্টে প্রেরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান চৌধুরী। খাগড়াছি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম এবং নতুন কুড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রধান শিক্ষক রুশদীনা আখতার জাহান।