“চৌদ্দগ্রাম যেতে হবে তোমার বাপের বাড়ি,, পওনা ছয়টা বেজে গেলো ছয়টা দশে গাড়ি”– নিজের লেখা ও গাওয়া গানের বাস্তবরুপ দিতে পৃথিবীর মায়া ছেড়ে সবাইকে কাঁদিয়ে আপন দেশে চলে গেলেন জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী মোহাম্মদ শাহজাহান। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নয়াপাড়া গ্রামে।
বুধবার (৮ অক্টোবর) সকালে চট্টগ্রামের বাসা থেকে বাইকযোগে অফিসে যাওয়ার পথে দুর্ঘটনায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৫) বছর। তিনি স্ত্রী,পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী ও ভক্তবৃন্দ রেখে গেছেন। মোহাম্মদ শাহজাহান বাল্যকাল থেকেই সংগীত ভুবনে পা রেখেছিলেন। সংগীতের স্বীকৃতিস্বরুপ পেয়েছেন একাধিক পুরস্কার। মৃত্যুর আগ পর্যন্ত তিনি চট্টগ্রাম কেডিএস গ্রুপে কর্মরত ছিলেন।
ইসলামী গানের সুর স্রষ্টা ও জ্ঞানোদীপ্ত ভাবধারার আলোকে মোহাম্মদ শাহজাহান গেয়েছেন অসংখ্য গান, তৈরি করেছেন অসংখ্য সুর। যার উৎকর্ষে তিনি হয়েছেন বিখ্যাত ইসলামী সংগীত শিল্পী। তার অসংখ্য কালজয়ী গান ভিডিও আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌঁছে দিয়েছেন। মৃত্যুর মাত্র চরদিন আগেও তিনি তার ফেসবুক ওয়ালে লিখে গেছেন ” আল্লাহ আপনার ঘরে যাওয়ার তওফিক দান করুন”। মহান রব তার আকুতি কবুল করেছেন।
মোহাম্মদ শাহজাহানের মৃত্যুতে বাংলাদেশ জামায়াত ইসলামী চকরিয়া-পেকুয়া আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ মুহাম্মদ ফারুক, উপজেলা আমীর মাওলানা আবুল বশর ও খুটাখালী ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমানসহ বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।