রাঙামাটি কাপ্তাইয়ে দেশের অন্যান্য স্থানের মতো শুরু হয়েছে জনশুমারী কার্যক্রম।
জেলা শুমারি সমন্বয়কারী রাঙামাটি -০২ পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি মজুমদার জানান, উপজেলার ৫ টি ইউনিয়নে ২৮ জন সুপারভাইজার ও ১৫৬ জন গণনাকারী ১৫ জুন থেকে শুরু হওয়া জনশুমারি ও গৃহগণনা ২০২২ আগামী ২১ তারিখ পর্যন্ত কার্যক্রমে অংশ নিবে।
গত রবিবার কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের ভাঙ্গামুড়া পাড়ায় গিয়ে দেখা হয় এই এলাকার গৃহগনণাকারী আউজান তঞ্চগ্যার সাথে।
তিনি বলেন, সরকারি নির্দেশে আমরা প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে আদমশুমারী কার্যক্রম পরিচালনা করছি।
ঐ ওয়ার্ডের তাইলংছড়া, , ডানে হরিনছড়া পাড়া, হরিনছড়া নতুন পাড়া, ও বেচারাম পাড়ায় গণনার দায়িত্ব আছেন আনন্দ জয় তঞ্চঙ্গ্যা।তিনি জানান, প্রতিটি লোক এবং ঘর যেন আদমশুমারী হতে বাদ না যায় সেই লক্ষ্য আমরা বাড়িতে বাড়িতে যাচ্ছি।
গনণাকারী শিউলী তঞ্চঙ্গ্যা কাজ করছেন ৩ নং ওয়ার্ডের অংগইয়া পাড়া ও পাংখোয়া পাড়ায়। তিনি বলের, সমুদ্র পৃষ্ঠ হতে ১ হাজার ফুট উপরে পাংখোয়া পাড়ায় আমি গত ১৫ জুন মধ্য রাতের পর হতে কাজ করছি।
ঐ এলাকার ইউপি সদস্য নবীন কুমার চাকমা বলেন, দূ্গম ৩ নং ওয়ার্ডে ৬ জন গনণাকারী আদমশুমারীতে অংশ নিচ্ছেন।