রাঙামাটিতে আর্ন এন্ড লিভ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে আর্ন এন্ড লিভ এর প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি’র সার্বিক ব্যবস্থাপনায় রাঙামাটি শহরের শিশু নিকেতন স্কুল মাঠে শতাধিক অসহায়, গরিব, দুস্থ মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সিএইচটি টাইম টুয়েন্টি ফোর. কম এর সম্পাদক ও প্রেস ক্লাবের নির্বাহী সদস্য আলমগীর মানিক, আর্ন এন্ড লিভ এর রাঙামাটি কমিটির সদস্য ও রাঙামাটি রিপোটার্স ক্লাবের যুগ্ম সম্পাদক মো. সোহরাওয়ার্দী সাব্বির, আর্ন এন্ড লিভ রাঙামাটি জেলা কমিটির সদস্য সাংবাদিক কামরুল ইসলাম ফয়সাল, সাংবাদিক মো. কাউসার সহ আর্ন এন্ড লিভ এর অন্যান্যে সদস্যরা।
আগত অতিথিরা বলেন, আর্ন এন্ড লিভ যে এই তীব্র শীতে অসহায় গরিব দুস্থ মানুষের কষ্টের কথা ভেবে কম্বল দিয়েছে তার জন্য প্রশংসা দাবীদার। এসময় সকলেই আর্ন এন্ড লাইভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসি’র জন্য দোয়া কামনা করেন।