সুশাসনের জন্য নাগরিক-সুজন রাঙামাটি জেলা কমিটি পুনর্গঠিত হয়েছে। সোমবার বিকালে রাঙামাটি শিশু নিকেতনের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিতে এক সভায় এই পুনর্গঠিত হয়।
সভায় সুজন’র কেন্দ্রীয় সমন্বয়কারী দীলিপ সরকার উপস্থিত ছিলেন। সভায় রাঙামাটির প্রবীণ সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দৈনিক সংবাদের পার্বত্যাঞ্চল প্রতিনিধি সুনীল কান্তি দে’কে সভাপতি, সাবেক ছাত্রনেতা, যুব সংগঠক ও রাঙামাটির নাগরিক আন্দোলনের নেতা এম জিসান বখতেয়ারকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
সুজন রাঙামাটির সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন অধিকারকর্মী টুকু তালুকদার এবং সহ-সম্পাদক হয়েছেন ইন্টুমনি তালুকদার।
এছাড়ার কমিটির নির্বাহী সদস্যতে রয়েছেন স ম মঈনুদ্দিন মিন্টু, সৈকত রঞ্জন চৌধুরী ও পলাশ কুসুম চাকমা। তবে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির অন্যান্য সম্পাদকমণ্ডলী ও সদস্যপদ শূন্য রাখা হয়েছে।
যেগুলো পরবর্তীতে পূরণ করা হবে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা সুজন সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার। প্রসঙ্গত, ২০০৫ সালে রাঙামাটি শিশু নিকেতনে রাঙামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম’কে সভাপতি, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে’কে সাধারণ সম্পাদক করে জেলায় সুজন’র একটি কমিটি গঠন করা হলেও সেটি পরবর্তীতে নিস্ক্রিয় হয়ে পড়ে। দীর্ঘ দেড় দশকের অধিক সময় পর কেন্দ্রীয় সমন্বয়কারীর উপস্থিতিতে রাঙামাটি জেলা কমিটি পুনর্গঠন হয়েছে।