বান্দরবানের লামায় রাবার কোম্পানি কর্তৃক ভূমি বেদখল ও পাহাড়ি ছড়া ঝিড়ির পানিতে বিষ ঢেলে মাছ শিকারের প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবীতে রাঙামাটিতে মানববন্ধন করেছে পাহাড়ি সচেতন ছাত্র সমাজ।
শনিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পাহাড়ে বিচার ব্যবস্থা নাজুক ও পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে এখানে ভূমি বেদখল অব্যাহত আছে। এ ভুমি দখল করতে এসে ভূমি দূস্যরা নানান রকম অপরাধ কর্মকান্ড সংগঠিত করছে। তারা নারী ধর্ষণ হত্যা কর্মকান্ডের মত অপরাধ করে যাচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে আইনী কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পাহাড়ে ভূমি বেদখল বন্ধ করার পাশাপাশি পার্বত্য চুক্তি যথাযতভাবে দ্রুত বাস্তবায়নের দাবী জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুমন মারমা, জগদীশ চাকমা, শান্তি দেবী তঞ্চঙ্গ্যা সহ অনেকে।