রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৬ ডিসেম্বর) হতে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয় মেলা।
মেলায় প্রতিদিন দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ৩২ টি স্টলে হস্ত শিল্প, কুটির শিল্প, শিশুদের খেলনা, নাগর দোলা, রকমারি খাবার, পোশাক এবং শিশুদের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে এদিন সকাল ৯ টায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই থানার ওসি মো মাসুদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।