রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়ন এর দূর্গম ৭ নং ওয়ার্ডের চাকুয়া পাড়া এলাকা পরিদর্শন করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন।
বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় তিনি ঐ এলাকায় গিয়ে প্রথমে চাকুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। যেটা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃত হবে। এসময় তিনি স্কুলের শ্রেণী কার্যক্রম পরিদর্শন করেন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকল্পে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
পরে সকাল ১০ টায় তিনি চাকুয়া পাড়ায় শতাধিক স্থানীয় মহিলাদের উপস্থিতিতে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প( ২য়পর্যায়) এর আওতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয় জাতীয় মহিলা সংস্থার অধীন কাপ্তাই তথ্য আপা এই উঠানের আয়োজন করেন।
পরে ইউএনও মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প আশ্রয়ন প্রকল্পের গৃহ নির্মাণ এর অগ্রগতি পরিদর্শন এবং ঐ এলাকায় গভীর নলকূপ স্থাপনের জন্য জায়গা পরিদর্শন করেন।
প্রসঙ্গত: আশ্রয়ন প্রকল্পের আওতায় পঞ্চম পর্যায়ে এই এলাকায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৭ টি নতুন ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে বলে জানান কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা রুহুল আমিন।
পরিদর্শনকালে এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, কাপ্তাই হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ রাশিদুজ্জামান ইমরান, পিআইও রুহুল আমিন, কাপ্তাই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী লিমন চন্দ বর্মন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলেটর ঝিমি চাকমা, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, কাপ্তাই তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ, কাপ্তাই মৎস্য উন্নয়ন উপ কেন্দ্রের প্রধান মাসুদ আলম, বাংলাদেশ ব্যাংকের অবসারপ্রাপ্ত মহা ব্যবস্থাপক মংক্যশৈনু , চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাজমুল হাসান , ইউপি সদস্য ক্যপ্রু চৌধুরী, মংহ্লাপ্রু মারমা, সুইহ্লা মং মারমা, মিনু প্রু মারমা, হ্লাচিংনু মারমা ও অংমাখই মারমা সহ স্থানীয় ইউপি সদস্য , কারবারি এবং এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।