খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া শতাধিক পরিবারের মাঝে ত্রান সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন ৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দীঘিনালা সেনা জোন।
২৯ মে (বুধবার) সকাল ১০টায় মেরুং ইউপির ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া এ পরিবারগুলোর মাঝে ত্রান সামগ্রী তুলে দেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. ওমর ফারুক (পিএসসি)। এ সময় সাথে ছিলেন, জোন এডজুটেন্ট ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী, ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন প্রমূখ।
ত্রান সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, আটা, চিনি, লবন, চা-পাতা, বিস্কুট ইত্যাদি। এছাড়াও দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে বন্যার পানিতে মারা যাওয়া ২বছরের শিশু মো. খোরশেদ আলমের পরিবারকে ত্রান সহায়তা সহ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।