কক্সবাজারের ঈদগাঁও উপজেলার এমপিওভুক্ত সকল স্কুল-মাদ্রাসায় কর্মবিরতি শুরু হয়েছে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টা থেকে।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাসা ভাড়া, চিকিৎসা ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে গতকাল রবিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে শুরু হওয়া আন্দোলনে শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদে ও দাবি পুরণের দাবিতে এমপিওভুক্ত স্কুল-মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশি জোটের ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে উপজেলার এমপিওভুক্ত ১৬ টি স্কুল-মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা কর্মবিরতি শুরু করেন এবং শিক্ষক -কর্মচারীরা পাঠদান থেকে বিরত থেকে অফিস কক্ষে অবস্থান করেন এবং শিক্ষার্থীদের এ বিষয়ে অবহিত করেন।
এমপিওভুক্ত স্কুল-মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশি জোটের কক্সবাজার জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ঈদগাহ শাহ্ জব্বারিয়া দাখিল মাদরাসা সুপার মাওলানা মনছুর আলম জানান, একযোগে উপজেলার সকল এমপিওভুক্ত স্কুল-মাদ্রাসায় একযোগে কর্মবিরতি শুরু হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে।