কাল মঙ্গলবার রাঙামাটি জেলা সম্মেলন। এ নির্বাচনে সভাপতি পদে লড়ছেন বর্তমান সভাপতি দীপংকর তালুকদার এবং সহ সভাপতি নিখিল কুমার চাকমা।
সাধারণ সম্পাদক পড়ে লড়ছেন বর্তমান সাধারণ সম্পাদক মুছা মাতব্বর এবং সহ সভাপতি কামাল উদ্দিন।
সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কমিটি। সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে রাঙামাটিতে হাজির হয়েছেন উপজেলার কাউন্সিলররা।
পছন্দের প্রার্থীর কাছে গিয়ে সাহস যোগাচ্ছেন কাউন্সিলর ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সন্ধ্যা ৬ টার দিকে তবলছড়ি নিখিল কুমারের বাস ভবনে গিয়ে দেখা যায় শত শত নেতাকর্মী নিখিলের সাথে দেখা করতে তাঁর বাস ভবনে ভিড় করেছেন। এ সময় বারান্দায় নিখিলকে নেতাকর্মীদের সাথে কথা বলতে দেখা যায়।
অন্যদিকে একই সময় চম্পক নগরে দীপংকর তালুকদারের বাস ভবনে গিয়ে দেখা যায় যেন শুনশান নিরবতা। বাস ভবনের বাইরে নেই কোন মানুষের উপস্থিতি।
সম্মেলনে আমন্ত্রিত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ রাঙামাটিতে পৌছাননি। রাত ১১ টার পর তারা রাঙামাটিতে পৌছার কথা জানিয়েছেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগের অন্যতম কাউন্সিলর রেমলিয়ানা পাংখোয়া।
এ কাউন্সিলে সর্বমোট ভোটার ২৪৬ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি ভোটার কাপ্তাইয়ে।
১৯৯৬ সালের সম্মেলনের পর থেকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এককভাবে সভাপতি হয়ে আসছেন দীপংকর তালুকদার। সর্বশেষ ২০১২ সালের ৮ ডিসেম্বর ত্রিবার্ষিক সম্মেলনে দীপংকর তালুকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। ২৬ বছর পর সভাপতি পদে নির্বাচন হচ্ছে।
সকাল ১০ টায় রাঙামাটির ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে সম্মেলরের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। বিকালে দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্মেলনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি থাকার কথা । উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল-আলম হানিফ ও যুগ্ম সম্পাদক ড. হাসান মাহমুদ এমপির।