রাঙামাটিতে নব নিযুক্ত পুলিশ সুপার মীর আবু তৌহিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক নিউজ পোর্টাল “পাহাড়ের খবর ডটকম” টিম।
পাহাড়ের খবর এর সম্পাদক জ্যেষ্ঠ সাংবাদিক সুশীল প্রসাদ চাকমার নেতৃ্ত্বে বুধবার বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে এ সাক্ষাৎ করেন পাহাড়ের খবরের টিম।
সাক্ষাৎকালে পুলিশ সুপার বলেন, পুলিশ এবং গণমাধ্যম একে অপরের পরিপূরক। দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা থেকে শুরু করে দেশ ও দেশের মানুষের স্বার্থে সব সময় পুলিশ এবং গণমাধ্যম একসাথে কাজ করে।
তিনি আরো বলেন, বর্তমান যুগে গণমাধ্যম ছাড়া এক মূহুর্তও কল্পনা করা যায় না। সব কিছু জানার জন্য মানুষ এখন গণমাধ্যমের শরণাপন্ন হয়। এমন অবস্থায় পাহাড়ের খবর পেশাদারীত্ব বজায় রেখে অতীতের ন্যায় পাহাড়ের খবরগুলো এ পোর্টালে তুলে ধরবে, এমন প্রত্যাশা করেন পুলিশ সুপার।
পুলিশ সুপার আরো বলেন, পুলিশ পার্বত্য চট্টগ্রামের মানুষে মানুষের ভ্রাতৃত্ব বন্ধনে অতীতে যেভাবে কাজ করেছে সেভাবে কাজ করে যাবে।
সাক্ষাৎকালে “পাহাড়ের খবর “এর সম্পাদক সুশীল প্রসাদ চাকমা বলেন, পাহাড়ের খবর যাত্রা শুরুর খুব কম সময়ে পেশাদারীত্ব এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের মন জয় করেছে। বর্তমানে বিশ্বের ৫০টির অধিক দেশ থেকে পাঠকরা নিয়মিত পাহাড়ের খবর ভিজিট করছেন।
সাক্ষাৎকালে পাহাড়ের খবর এর প্রকাশক জিয়াউর রহমান জুয়েল, নির্বাহী সম্পাদক এম কামাল উদ্দিন, ব্যবস্থাপনা সম্পাদক হিমেল চাকমা, নিজস্ব প্রতিবেদক বিহারী চাকমা, সিটি প্রতিবেদক রিকোর্স চাকমা উপস্থিত ছিলেন।