খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার কাটিং টিলা এলাকার টমটম চালক মোঃ শুক্কুর আলীর অদম্য মেধাবী ছেলে মোঃ রাকিবুল ইসলাম এবারের এসএসসি পরীক্ষায় পুরো উপজেলায় একমাত্র জিপিএ-৫ (এ+) পেয়ে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তার এই সাফল্য শুধুমাত্র তার পরিবারের নয়, গোটা মহালছড়ি উপজেলার জন্য এক গর্বের বিষয় হয়ে উঠেছে।
রাকিবুলের মেধা ও স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পাশে দাঁড়িয়েছেন সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি জননেতা ওয়াদুদ ভূইয়া। শুক্রবার (১১ জুলাই) বিকেলে ওয়াদুদ ভূইয়ার পক্ষ হতে মহালছড়ি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন রাকিবুলকে মিষ্টি মুখ, ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে সংবর্ধনা প্রদান করেন। এ সময় কলেজে ভর্তি হওয়ার জন্য নগদ অর্থ উপহার প্রদান করেন এবং ভবিষ্যতে উচ্চশিক্ষার যেকোনো ধাপে তার পাশে থাকার আশ্বাস দেন।
ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন পরবর্তী উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেন, “রাকিবুলের মতো অদম্য মেধাবী ছেলেরা আমাদের সমাজের আশার আলো। অর্থের অভাবে তার স্বপ্ন থেমে যেতে দেওয়া যাবে না। তার উচ্চশিক্ষার যে কোন সহযোগিতা জননেতা জনাব ওয়াদুদ ভূইয়া প্রদান করবেন বলে আশ্বাস দিয়েছেন।
অর্থ উপহার গ্রহণকালে মোঃ রাকিবুল বলেন, “আমার পরিবারের পক্ষে কলেজে ভর্তি করানো কষ্টকর ছিল। ওয়াদুদ ভূইয়া মহোদয়ের সহযোগিতা আমার জন্য আশীর্বাদ স্বরূপ। আমি ভবিষ্যতে মানুষের জন্য কিছু করতে চাই।”
উল্লেখ্য, রাকিবুল ইসলাম কাটিং টিলা এলাকার একজন অতি দরিদ্র পরিবারের সন্তান। তার বাবা মোঃ শুক্কুর আলী পেশায় একজন টমটম চালক। তীব্র অভাবের মাঝেও লেখাপড়ায় তার অদম্য মনোভাব ও অধ্যবসায় তাকে উপজেলায় একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি দিয়েছে।
রাকিবুলের মতো শিক্ষার্থীদের পাশে সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। মহালছড়ির প্রতিটি সম্ভাবনাময় শিক্ষার্থীর জন্য রাকিবুল একটি অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে।