বুধবার, মার্চ ২২News That Matters

আন্তর্জাতিক নারী দিবসে কাপ্তাইয়ে নানা আয়োজন

শেয়ার করুন:

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে কাপ্তাইয়ে বর্ণাঢ়্য র‍্যালি, নাটিকা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম, হিল ফ্লাওয়ার, বিএনপিএস এবং রাঙামাটি জেলা পরিষদ এর নারী ও শিশু ক্ষমতায়ন প্রকল্পের সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো ” টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”

দিবসের শুরুতেই তিন শতাধিক নারীর প্রানবন্ত উপস্থিতিতে একটি বর্ণাঢ়্য র‍্যালী উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে বড়ইছড়ি বাজার হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে বাচিক শিল্পী শুদ্ধশ্রী রায় বর্ণের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।

অনুষ্ঠান সহযোগিতায় চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম এর প্রোগাম ম্যানেজার বিজয় মারমা, রাঙামাটি জেলা পরিষদের নারী ও শিশু ক্ষমতায়ন প্রকল্পের কাপ্তাই উপজেলার এডুকেশন ফ্যাসিলিটেটর মংসিং উ মারমা এবং উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের অফিস সুপার সালেহ আহমেদ সেলিম।

পরে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের নারী কর্মীদের পরিবেশনায় নারী জাগরণমূলক নাটক ও গান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *