রাঙামাটিতে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর শ্বাসরুদ্ধকর ফাইনালে ট্রাইবেকারে রাঙামাটি সদর উপজেলাকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাঘাইছড়ি উপজেলা বালক দল। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে সেনা জোন মাঠে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল উপচে পড়া দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ এক লড়াই।
শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও নির্ধারিত সময়ে কোনো দলই গোল ব্যবধানে এগিয়ে যেতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় ট্রাইবেকারে, যেখানে নির্ভুল শটে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা দল। অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে কাউখালী উপজেলা দল ৩-১ গোলে রাজস্থলী উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
গত ২৪ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে রাঙামাটির ১০ উপজেলার বালক-বালিকা মিলিয়ে ২২টি দল অংশ নেয়। তারুণ্যের উচ্ছ্বাসে ফুটবলপ্রেমীরা দিনভর উপভোগ করেন জমজমাট এই প্রতিযোগিতা। প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিভাবান তরুণ খেলোয়াড়রা তাদের দক্ষতা প্রদর্শন করেন।
ফাইনাল শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ। এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌস আলমসহ অন্যান্য অতিথিরা।
জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ বলেন, এই ধরনের প্রতিযোগিতা শুধু ফুটবল উন্নয়নের জন্য নয়, বরং তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখে।
ফুটবলের উন্মাদনায় মেতে ওঠা রাঙামাটিবাসীর প্রত্যাশা, এখান থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করবে এবং দেশের ফুটবলে নতুন দিগন্ত উন্মোচন করবে।