খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের ইংরেজি ও বাংলা বিভাগের সিনিয়র সহকারী শিক্ষিকা পারভিন সুলতানা। ১৯৯১ সাল হতে ২০২২ সালের জুন মাস পর্যন্ত সুনামের সাথে ৩১ বছর শিক্ষকতার পর এ বছরের ৩০ জুন অবসরে যান এই শিক্ষিকা। সিনিয়র এই শিক্ষিকার বিদায় উপলক্ষে ম্যানেজিং কমিটির আয়োজনে ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেসুর রহমানের সভাপতিত্বে এক বিদায় অনুষ্টানের আয়োজন করা হয়।
আজ শনিবার (৬ আগষ্ট) সকালে ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হল রুমে অ অনুষ্টান হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোলাইমান। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের, সিনিয়র শিক্ষক শান্তিরঞ্জন দেওয়ান, আবদুল বারী, জিন্নাতারা বেগম, চঞ্চল বড়ুয়া, খোরশেদ আলম, শাহাজালাল সহ অন্যন শিক্ষক শিক্ষীকা ও বিদ্যালয়ের ১৯৯৫ হতে ২০২২ ব্যাচের কয়েক শতাধিক প্রক্তান শিক্ষার্থী।
সিনিয়র শিক্ষিকা পারভিন সুলতানার বিদায় উপলক্ষে, ব্যাচ-১৯৯৫, ০৯৮, ২০০১, ০৫, ০৬, ০৯, ১২, ১৩, ১৫, ১৭, ১৯ ব্যাচের শিক্ষার্থীরা সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন এই বিদায়ী সিনিয়র শিক্ষিকার হাতে। এসময় স্কুলের প্রধান শিক্ষক মুখলেসুর রহমান সভাপতিত্বের বক্তব্য তিনি বলেন, সিনিয়র এই শিক্ষকা যখন ১৯৯১ সালে এই স্কুলে যোগদান করেন, তখন এখানে দশম শ্রেণীর কোন লোক পাওয়া যায়নি।
সেনাবাহীনির তত্ববধায়নে এখানে শিক্ষার মান উন্নায়নে এই শিক্ষিকা নিজের জীবনের ৩১ টি বছর এ অঞ্চলের মানুষের জন্য দিয়ে গেছেন। তার অবধান কখনো ভুলবার না। এসময় এই শিক্ষীকার ভবিৎসত জীবনের মঙ্গল কামনা করা হয়। এদিকে ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রথম একটি বিদায় অনুষ্টান অনুষ্ঠিত হয়। এসময় আরো এক সিনিয়র শিক্ষকের ২০১৩ সালে বিদায় হয়। আজ তাকেও সম্মামনা দেওয়া। তিনি মোঃজয়নাল আবেদীন ১৯৮৫ হতে ২০১৩ সাল পর্যন্ত ২৮ বছর শিক্ষকতা করেন।