রবিবার , ৬ মার্চ ২০২২ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়ি পৌরসভার মেয়র প্রার্থী হতে চান শুক্কুর মিয়া

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মার্চ ৬, ২০২২ ১১:২৭ পূর্বাহ্ণ

 

এম কামাল উদ্দিন, রাঙামাটি। 

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসে। তফসিল ঘোষণা না হলেও আসন্ন নির্বাচনকে ঘিরে বাঘাইছড়িতে বইছে নির্বাচনী হাওয়া। পথে ঘাটে হাট-বাজারে অফিসে, চায়ের দোকানে এখন চলেছে পৌর নির্বাচনের কথা। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের মত করে চালিয়ে যাচ্ছে প্রচারণা।

আসন্ন এ নির্বাচনে মেয়র প্রার্থী হতে চান আব্দুল শুক্কুর মিয়া ওরফে মিয়া মেম্বার । পাহাড়ের খবর’সাথে এক স্বাক্ষাতে এ কথা জানান মিয়া মেম্বার। এজন্য সকলের দোয়া প্রার্থনা করেছেন তিনি।

মিয়া মেম্বার বলেন, আমার রাজনৈতিক ক্যারিয়ার ১৯৯৭ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ২৪-২৫ বছর যাবৎ আওয়ামী লীগের রাজনীতি করে সুনামের সহিত দীর্ঘকাল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছি।

তিনি বলেন, আওয়ামী লীগের সভানেত্রী, দেশের যোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পাহাড়ের অবিসংবাদিত নেতা দীপংকর তালুকদারের অনুপ্রেরণায় আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হই।

রুপকারী ইউনিয়নে টানা তিন বার সদস্য ছিলাম। ১৮ বছর ইউপি সদস্য থাকার পরে ২০০৪ সালে পৌরসভা গঠনের পর কমিশনার নির্বাচিত হয়ে প্রথম প্যানেল মেয়রের দায়িত্ব পালন করি। আমার দ্ধারা কখনো কেউ ক্ষতিগ্রস্ত হয়নি।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দীপংকর তালুকদারকে বিজয়ী করতে আমি দিনরাত কাজ করেছি।

২০০৪ সালে বাঘাইছড়ি পৌরসভার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আনুষ্ঠানিকতার পর পৌর প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি নিজাম উদ্দিন বাবু।

প্রায় ২ বছর পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন নিজাম উদ্দিন বাবু। দেশে জরুরী অবস্থা জারির পর নিজাম উদ্দিন বাবুর কাছ থেকে পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার রণজিত কুমার দাশ। এরপর পালাক্রমে তিনজন ইউএনও প্রায় ৪ বছর দায়িত্বে ছিলেন ২০১২ সাল পর্য়ন্ত ।

২০১২ সালের বাঘাইছড়ি পৌরসভার প্রথম জনগণের ভোটে মেয়র নির্বাচিত হন তৎকালীন বাঙালি সম-অধিকার আন্দোলন বর্তমান পার্বত্য নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির। ২০১৬ সাল পর্যন্ত মেয়রের দায়িত্বে ছিলেন আলমগীর কবির।

২০১৭ সালের ১৮ ফেব্রয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয় বারের মত মেয়র নির্বাচত হন আওয়ামী লীগ প্রার্থী মোঃ জাফর আলী খাঁন।

দুর্গম বাঘাইছড়ি পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ১৪ হাজার ভোটার রয়েছে। বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসাবে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন- জেলা আওয়ামী লীগ নেতা ও বর্তমান মেয়র জাফর আলী খাঁন, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আলী হোসেন, সাবেক আওয়ামী লীগ নেতা ও প্রাক্তণ ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান আজিজ ও জাপার উপজেলা সভাপতি মো. নাছের উদ্দীন।

সর্বশেষ - আইন ও অপরাধ

%d bloggers like this: